বাংলাদেশ ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি ২০২২। Bangladesh Bank Job Circular 2022
বাংলাদেশ ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি ২০২২। Bangladesh Bank Job Circular 2022 ,আপনি কি চাকরি খুজছেন ? তাহলে চাকরিটা আপনার জন্যই , বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক(জেনারেল)’ এর ২২৫ (দুইশত পঁচিশ) টি পদে (পদ সংখ্যা কম/বেশী হতে পারে) নিয়ােগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
২২৫ পদে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক ২০২২
Summary of recruitment notice:
Organizations Name: Bangladesh Bank
Numbers Of Terms: 225
Application Process: Online
Official Website: bb.org.bd
Application Start: 11 May 2022
Last Date of Application:15Jun2022
২২৫ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Job Description:
- পদের নামঃ সহকারি পরিচালক (জেনারেল)
- পদ সংখ্যাঃ ২২৫
- বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি।
বাংলাদেশ ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি ২০২২। Bangladesh Bank Job Circular 2022
৫)আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উপরে উল্লিখিত ওয়েবসাইটেই পাওয়া যাবে।
৬) যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ CV রয়েছে, তারা তাদের উক্ত CV-এর
মাধ্যমেই আবেদন করবেন। প্রার্থীর নাম ও পিতার নাম এস.এস.সি/সমমানের সনদে যে ভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সে ভাবে লিখতে হবে। নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যােগ্যতা, ১১ ডিজিটের মােবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশােধন/আপডেট করে নিবেন।
Bangladesh Bank Job Circular
তবে, যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তােলা Formal রঙিন ছবি আপলােড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলােডে ত্রুটি/বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলাে। আবেদনপত্রে তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে সংশােধনের সুযােগ থাকবে না এবং কোন প্রকার যােগাযােগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।
৭)অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়ােজন হবে। আলােচ্য পদে আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি প্রদান করতে হবে না।
২২৫ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ
৮)পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােডের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন যাচাই বাছাই শেষে যােগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলােড করার সুযােগ দেওয়া হবে।
৯)যারা উল্লিখিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র ডাউনলােড করবেন শুধু
তারাই পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন।নির্ধারিত সময়সীমার পর প্রবেশপত্র ডাউনলােডের কোন সুযােগ থাকবেনা।
১০) প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১১)প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হবে, এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে গণ্য হবে। OMR Form/ উত্তরপত্রে রােল নম্বর সঠিকভাবে না লিখলে, সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, উত্তরপত্রে/হাজিরাশীটে স্বাক্ষর প্রদান না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।
বাংলাদেশ ২২৫ পদে ব্যাংকে নিয়োগ
১২)প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনাে দলিলাদি প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।
১৩)চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়ােগকারী কর্তৃপক্ষের পূর্বানুমােদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়ােগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বাের্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেওয়া হবে।
১৪)আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ নােটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বাের্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি
স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদপত্র উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে হতে হবে।
১৫) নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ ২২৫ পদে
১৬) কোন ক্ষেত্রে দলিলাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যােগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন
জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ক্রটি বা ঘাটতি দেখা গেলে বা
প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
১৭) বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়ােগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
Bangladesh Bank Job Circular 2022
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞাপনটি দেখুন এবং ডাউনলোড করুন,
আরো দেখুনঃ
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ব্র্যাক এনজিও নিয়োগ ২০২২|Brac NGO Circular
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।BARD Job Circular
সকল চাকরির খবর পেতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন ধন্যবাদ।