টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২|Tmss job circular 2022
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২|Tmss job circular 2022 প্রকাশিত ৩১০০ পদে টিএমএসএস এনজিও টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়ােগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
টিএমএসএস নিয়োগ ২০২২
Summary of recruitment notice:
প্রতিষ্ঠানের নামঃ টিএমএসএস (TMSS)
পদ সংখ্যাঃ (৩১০০)
আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে
আবেদন ফিঃ ২০০ টাকা
Official Website Link: www.tmss-bd.org
Application Start: 17 May 2022
Application Last Date:16 Jun 2022
TMSS NGO Job Circular2022
Jobs Description:
- ১। পদের নামঃ সিনিয়র সুপারভাইজার
- পদ সংখ্যাঃ ৬০০ টি
- বেতনঃ ২৭,২৩২ টাকা
- বয়সঃ ১৮ থেকে ৪০ বছর
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। মাঠ পর্যায়ে বাইসাইকেল/ মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
Tmss job circular 2022
- ২। পদের নামঃ ফিল্ড সুপারভাইজার
- পদ সংখ্যাঃ ২৫০০ টি
- বেতনঃ ২৩,৯৭৬ টাকা
- বয়সঃ ১৮ থেকে ৪০ বছর
- শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রী। মাঠ পর্যায়ে বাইসাইকেল/ মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
৩১০০ পদে টিএমএসএস এনজিও নিয়োগ২০২২
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন এবং ডাউনলোড করুনঃ
আরো দেখুনঃ
চলমান সরকারি ও বেসরকারী চাকরির খবর ২০২২
শর্তাবলীঃ
জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মােবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে এবং বর্ণিত ঠিকানায় আবেদন ১৬/০৬/২০২২ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
তবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক নিম্নে বর্ণিত এলাকার মধ্যে থেকে যে এলাকায় কাজ করতে ইচ্ছুক সেই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। যে সকল প্রার্থী বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থী ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশােরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস ডােমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮-সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬ অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস রাজশাহী ডােমেইন অফিস, রােড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রার্থী রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস রংপুর ডােমেইন অফিস,আর, কে রােড, ঘাঘটপাড়া, দর্শন, রংপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থীগণ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, ফেনী ও নােয়াখালী জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস চট্টগ্রাম ডােমেইন অফিস, ৫৪৯ ডি টি রােড, আব্দুল আলী হাট, অলংকার মােড়, পাহাড়তলী, চট্টগ্রাম অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রার্থীগণ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশাের, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, গােপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস যশাের ডােমেইন অফিস, তাবলীগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, বাসা#৯/৪, নিউ মার্কেট উপশহর, যশাের অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বি-বাড়িয়া জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস সিলেট ডােমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রাথীগণ বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরােজপুর, পটুয়াখালী, ভােলা, মাদারীপুর, ফরিদপুর ও শরিয়তপুর জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস বরিশাল ডােমেইন অফিস, রংধনু রাজকুমার, ঘােষ লেন, সিএন্ডবি রােড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল সদর, বরিশাল অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে।
যে সকল প্রার্থী দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস দিনাজপুর ডােমেইন অফিস, নিমনগর, বালুবাড়ী (নাজমা কিন্ডার গার্ডেন স্কুলের পার্শ্বে), দিনাজপুর সদর, দিনাজপুর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান
করতে হবে।
যে সকল প্রার্থীগণ কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস কুমিল্লা ডােমেইন অফিস, কচুয়া
চৌমুহনী, আহম্মদ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান করতে হবে। যে সকল প্রার্থী পাবনা, নাটোর জেলা ও রাজশাহীর পুঠিয়া উপজেলা) জেলায় কাজ করতে ইচ্ছুক তাদেরকে টিএমএসএস নাটোর ডােমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মােড় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর অত্র ঠিকানায় আবেদনপত্র প্রেরণ/জমাদান
করতে হবে।
২। নির্বাচনী পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ২০০/- টাকার মানি রশিদ/পে-অর্ডার(অফেরৎযােগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ : • সংস্থার যে কোন শাখা, অঞ্চল, জোন, ডােমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে|
পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সংগ্রহ করতে হবে। অথবা যে কোন তফসীলভূক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস” শিরােনামে পে-অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে|
গণ্য হবে। টিএমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোন মাধ্যম (বিকাশ, রকেট ও নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করেনা। নিয়ােগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরােধ করা হল।
৩। সংস্থার বিধি অনুসারে ০৩টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, জীবন বীমাসহ অন্যান্য সুযােগ-সুবিধা প্রদান করা হবে। | এছাড়াও ক্রেডিট এ্যালাউন্স, লােড এ্যালাউন্স, ব্যাংকার এ্যালাউন্স, হাই পারফরমেন্স বােনাসসহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে।
৪। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের | সময় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৫। নির্বাচিত প্রার্থীদেরকে যােগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযােগ্য) প্রদান করতে হবে।
৬। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকুরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা
অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকুরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না।
৭। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
সকল চাকরির খবর পেতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন ধন্যবাদ।