ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ওয়েব ফাউন্ডেশন নিয়োগ ২০২২- (WAVE Foundation Job Circular )ওয়েভ ফাউন্ডেশন (WAVE FOUNDATION) Together for Better Life বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন (এমআরএ সনদ নং: ০৪৯০৮-০০৬০৭-০০০২৩) জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত সহিষ্ণুতা ডােমেইন -এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগে স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত পদে দরখাস্ত আহবান করা হচ্ছে।
ওয়েব ফাউন্ডেশন নিয়োগ ২০২২
ওয়েব ফাউন্ডেশন নিয়োগ ২০২২ সারসংক্ষেপ নিচে উল্লেখ্য করা হলোঃ👇👇👇
- প্রতিষ্ঠানের নামঃ ওয়েব ফাউন্ডেশন
- চাকরির ক্যাটাগরিঃ এনজিও চাকরি /বেসরকারি চাকরি
- জেলাঃ নিচের ইমেজে দেখুন।
- অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ wavefoundationbd.org
- মোট পদঃ ৫০ জন
- প্রার্থীর বয়সসীমাঃ সর্বোচ্চ ৩৪ বছর
- প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর পাশ
- আবেদন মাধ্যমঃ ডাকযোগে
- Application Last Date: 08 Aug 2022
ওয়েব ফাউন্ডেশন নিয়োগ ২০২২ সার্কুলার
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তির ইমেজটি দেখুনঃ
ওয়েব ফাউন্ডেশন নিয়োগ ২০২২ঃকমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার-সিডিও: ৫০ জন শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: ন্যনতম স্নাতক। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা অতিরিক্ত যােগ্যতা হিসাবে বিবেচিত হবে। বয়স: সর্বোচ্চ ৩৪ বছর। বেতন-ভাতা: সর্বসাকুল্যে ১৮,৫৫০/- (বেতন ১৬,৫০০/-, যােগাযােগ ভাতা ৩০০/-, প্রতি কর্ম দিবসে ৭০ টাকা হারে টিফিন ভাতা)। উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও আবাসন সুবিধা রয়েছে। চাকুরীর ৩ মাস পর্যবেক্ষণের প্রেক্ষিতে এবং ৬ মাস পর কাজের ফলাফল মূল্যায়ণের ভিত্তিতে স্থায়ী নিয়ােগের সুযােগ থাকবে।
সকল সরকারি চাকরির খবর ও বেসরকারির সকল চাকরির খবর সবার আগে আপডেট পেতে পড়তে আমাদের ফেসবুক পেজে জয়েন হন👉👉 Chakrir Khobor👈👈পেজটিতে ভিজিট করুন এবং লাইক এবং Follow দিয়ে পাশে থাকুন।