New Exam এসএসসি রুটিন ২০২২ (সব বোর্ড ও বিভাগ)
Newly published SSC routine 2022 (Dhaka, Chittagong, Rajshahi, Jessore Barisal, Dinajpur Sylhet, Comilla, Mymensingh Board) is said to be published on July 27 (Wednesday). The suggested routine has already been prepared, according to this routine, when is the examination of any subject , those dates are given here.
নতুন করে প্রকাশ এসএসসি রুটিন ২০২২ ( ঢাকা ,চট্টগ্রাম, রাজশাহী ,যশোর বরিশাল ,দিনাজপুর সিলেট , কুমিল্লা , ময়মনসিংহ বোর্ড ) ২৭ জুলাই (বুধবার) প্রকাশ করা হবে বলে জানা গেছে।ইতোমধ্যে প্রস্তাবিত রুটিনও প্রস্তত করা হয়েছে, এই রুটিন অনুযায়ী কবে কোন বিষয়ের পরীক্ষা, সেসব তারিখ এখানে দেয়া হয়েছে।
২৭ জুলাই ২০২২ তারিখে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রুটিন প্রকাশ হওয়া মাত্রই আমাদের সাইটে পিডিএফ ( PDF )ও ইমেজ ফরমেটে রুটিন আপলোড করা হবে।
প্রকাশিত নতুন এসএসসি ( SSC) রুটিন অনুযায়ী কবে কোন পরীক্ষা হবে ?
এসএসসির সময়সূচি ২০২২ (SSC Time Table 2022)
প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না। মাদরাসা ও কারিগরিতে আরও দুই দিন পর এ পরীক্ষা শেষ হতে পারে। এ দুই স্তরে সকাল-বিকেল পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের পর প্রবেশ করে তবে গেটে রেজিস্টার খাতায় বিলম্বের কারণ উল্লেখ করে ভেতরে প্রবেশ করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।