ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি | Islami Bank Job Circular 2022
ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ।Islami Bank Job Circular 2022 আপনি কি চাকরি খুজতে এসেছেন ? তাহলে ঠিক যায়গায় এসেছেন,আমরা আপনাদের জন্যই ভালো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি আমরা চাই সুন্দর ভাবে তা বিস্তারিত ভাবে সাজিয়ে আপনাদের কাজে তুলে ধরি তা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেনঃ-কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরী’আহ ভিত্তিক ব্যাংক- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ সিকিউরিটি গার্ড (অস্থায়ী) পদে নিয়ােগের জন্য উদ্যমী, কর্মতৎপর এবং উপযুক্ত যােগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ এই পদে নিয়ােগের জন্য প্রয়ােজনীয় শর্তাবলি নিম্নরুপঃ
ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
চাকরির বর্নণাঃ
পদের নামঃ সিকিউরিটি গার্ড
পদ সংখ্যাঃ অসংখ্য
বেতনঃ ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী
বয়সঃ ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুনঃ
Islami Bank Job Circular 2022
অন্যান্য শর্তাবলিঃ
- * নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোন অফিস/শাখায় | প্রার্থীগণের মধ্য হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চাকরি করার মানসিকতা থাকতে হবে ।
- এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে | পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । পারবেন। লিখিত/শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ
- * শারীরিক ফিটনেস/লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোন প্রাথগিণকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। | ভ্রমণভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না । | নিয়ােগ সংক্রান্ত যেকোন বিষয়ে কর্তৃপক্ষের এ নিয়ােগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর। সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ও ছবি প্রদান করতে হবে।
- কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যেকোন | অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল। আবেদন গ্রহণ/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। বলে গণ্য হবে।
- কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ছাড়াই এই নিয়ােগ | বিজ্ঞপ্তি/প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদন পদ্ধতি
যােগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট career.islamibankbd.com এ প্রয়ােজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তােলা (৩ মাসের মধ্যে) পাসপাের্ট সাইজের রঙিন ছবি (JPG, size 100 kb) এবং স্বাক্ষর (JPG, size 50 kb) আপলােড করার মাধ্যমে আগামী ৩০ মে ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
এ ছাড়াও প্রার্থীগণকে অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ৩ (তিন) কপি পাসপাের্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১২ জুন ২০২২ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে (ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিএইচআরও, হিউম্যান রিসাের্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০) পাঠাতে হবে । সরাসরি হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।